ভিসা না দেয়ায় ভারত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে: নৌপরিবহন উপদেষ্টা

এফএনএস : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৫ এএম : | আপডেট: ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৫:০৪ পিএম
ভিসা না দেয়ায় ভারত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে: নৌপরিবহন উপদেষ্টা

শুক্রবার যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল স্টেশনে নবনির্মিত উন্নয়নমূলক কাজ ও নির্মানাধীন প্রকল্পের পরিদর্শনকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত সরকার ভিসা না দেয়ায় যাত্রী যাতায়াত কিছুটা কম হচ্ছে। ভিসা না দেয়ায় আমাদের চাইতে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের যে রোগীরা সে দেশে চিকিৎসা নিয়ে থাকেন তাদের সাময়িক একটু অসুবিধা হবে।

এ সময় বেনাপোল চেকপোস্ট যাত্রী স্ট্যান্ড এবং ইমিগ্রেশন সেন্টার পরিদর্শন করেন। তিনি দু’দেশের যাত্রী যাতায়াতের খোঁজ-খবর নেন। এ সময় বেনাপোল চেকপোস্ট পরিবহন ব্যবসায়ীরা উপদেষ্টার কাছে পুরাতন বাসস্ট্যান্ড চালুর কথা জানালে তিনি ১৯টি পরিবহনের কার্যক্রম চালানোর আশ্বাস দেন। পরে স্থলবন্দরের সার্বিক বিষয় নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে যান। এ সময় আব্দুল্লাহর মা-বাবা এবং পরিবারের খোঁজ-খবর নেন। পরে তার রূহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন। আগামীকাল ভোমরা স্থলবন্দর পরিদর্শনের জন্য তিনি সাতক্ষীরা যাবেন বলেও জানা গেছে।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে