সোহাগের চিকিৎসা তহবিলে শিকফা'র টাকা হস্তান্তর

এফএনএস (পাথরঘাটা, বরগুনা) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৪:৫৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সোহাগের চিকিৎসা তহবিলে শিকফা'র টাকা হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় আহত বরগুনার পাথরঘাটায় মানবিক স্বেচ্ছাসেবক খ্যাত সোহাগ আকনের চিকিৎসার জন্য এক লাখ টাকা সংগ্রহ করে সোহাগের চিকিৎসা তহবিলে হস্তান্তর করেছে শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশন (শিকফা)। শুক্রবার (৬ ডিসেম্বর) পাথরঘাটা সৌদি  প্রবাসী হাসপাতালে ডা. বসির আহমেদ এর কাছে টাকা হস্তান্তর করে শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশন। এর আগে শুক্রবার সকাল সাতটা থেকে টানা আড়াই ঘন্টা বেসরকারী পাথরঘাটা সৌদি প্রবাসী হাসপাতালে সোহাগের অপারেশন চলে। পরে সকাল নয়টার দিকে অপারেশন সম্পন্ন হয়।‎ জানাযায়, গত ২৭ নভেম্বর অটোরিকশায় করে বরগুনায় এক রোগীকে রক্ত দিতে পাথরঘাটা থেকে রওনা দেয় সোহাগসহ চারজন। উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। তখন অটোরিকশা উল্টে সোহাগ উপর পরে। এতে তার ডান পায়ের হাড় ভেঙ্গে যায়। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। সোহাগের পরিবারের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ভেঙে পড়ে সোহাগের পরিবার। এসময় সোহাগকে সহায়তা করতে তার পাশ দাঁড়ায় সাংবাদিক মহল সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গঠন করা হয় সোহাগের চিকিৎসা তহবিল। সোহাগের চিকিৎসায় সার্বিক সহযোগিতা করতে এগিয়ে আসে সৌদি প্রবাসী হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিক মালিকরা। টাকা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলাম খালেদ, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক মেহেদী সিকদার, সোহেল মল্লিক, শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জাহিদ তালুকদার, শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক ও সাংবাদিক সাকিল আহমেদ, সদস্য নাসিমা মুন্নী, রেহেনা পারভীন প্রমুখ। শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক ও সাংবাদিক সাকিল আহমেদ জানান, সোহাগ আকন, যে সবার কাছে মানবিক সোহাগ নামে পরিচিত। রক্ত দান, অসহায় মানুষকে সহযোগিতা করাই ছিলো তার একমাত্র নেশা। একটি দুর্ঘটনায় তার ডান হাত হারাতে হয়। এর পর তার জীবনে নেমে আসে একের পর এক বিপর্যয়, মারা যায় তার মা-বাবা। এখন আবার মানব সেবা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হারাতে বসেছিলো তার ডান পা। তার পরিবারের এমন কোন আর্থিক সচ্ছলতা ছিল না যা দিয়ে তার অপারেশন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তার চিকিৎসার জন্য স্থানীয় সাংবাদিক, স্বেচ্ছাসেবকরা ও পাথরঘাটার চিকিৎসক ডা. বসির আহমেদকে নিয়ে একটি চিকিৎসা তোহবিল কমিটি গঠন করে। সোহাগের চিকিৎসা তোহবিল কমিটির সাথে কথা বলে শিক্ষার্থী কল্যাণ ফাউন্ডেশন পাথরঘাটার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় স্কুল,মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ও হাট-বাজার থেকে এক লাখ টাকা সংগ্রহ করে। সেই অর্থ সোহাগের চিকিৎসা তোহবিলের মধ্যে ডা. বসির আহমেদের কাছে হস্তান্তর করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW