রাজশাহী পুঠিয়ায় ধর্ষণের চেষ্টা করা মামলা থানা নিতে থানা পুলিশের গড়িমসি করা এবং ধর্ষণের আসামীকে আটক না করায় আজ বিকেল ৫টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলা পরিষদের প্রধান গেটে সামনে ভুক্তভোগি পরিবার মানববন্ধন করেছে। ভুক্তভোগি পরিবার পরিবারের অভিযোগ,উপজেলার জিউপাড়া ইউনিয়েন শরিষাবাড়ি গ্রামের সাইদুর ইসলামের ছেলে শিহাব হোসেন প্রতিবেশি চাচা ২৬ ফেরুয়ারি দুপুরে কলেজ পড়ুয়া মেয়ের ঘরে একা পেলে তাকে ধর্ষণের চেষ্টা করে। আমরা ওই দিন থানা অভিযোগ দেওয়ার পরও থানা পুলিশ মামলা নিতে গড়িমসি শুরু করে। মানববন্ধনে ভুক্তভোগির বাবা আবুল কালাম বলেন, চারদিন অতিবাহিত হওয়ার পর থানা এখনো পর্যন্ত মামলা হিসাবে গ্রহন করেনি। আমরা বাধ্য হয়ে মেয়ের ধর্ষণের বিচারের দাবিতে আমার পরিবার এবং এলাকাবাসী মিলে মানববন্ধন করছি। ভুক্তভোগির মা সেলিনা বেগম বলেন, জাহেলী যুগে মেয়েদের জন্মের পর মেয়ে মানুষদের মেরে ফেলতে হত। আমার মেয়ে ঘরে এাবং বাহিরে নিরাপদ না।
এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন,আজকে ধর্ষণ করার চেষ্টা ঘর্টনাটি মামলা হিসাবে গ্রহন করা হয়েছে। আমরা আসামীকে আটক করার চেষ্টা করছি।