ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে দুর্ঘটনায় গুরুত্বর আহত বৃদ্ধা সুনীতি মিস্ত্রী (৭০) মারা গেছেন। মৃত সুনীতি মিস্ত্রী জেলার উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার হাউরের পাড় এলাকার বাসিন্দা নগেন মিস্ত্রীর স্ত্রী।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মৃতের স্বজনদের বরাত দিয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজ বাড়ি থেকে ইজিবাইকযোগে মেয়ের বাড়ি মাদার্শীতে যাচ্ছিলেন বৃদ্ধা সুনীতি মিস্ত্রী। পথিমধ্যে উপজেলার চতলবাড়ী মোড় অতিক্রমকালে ইজিবাইকের চাকায় সুনীতি মিস্ত্রীর শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।