কলাপাড়ায় মাঠ দিবস অনুষ্ঠিত

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কলাপাড়ায়  মাঠ দিবস অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় দেশে প্রথমবারের মতো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট কেনাফ ও পাটশাকের বীজ উৎপাদন প্রযুক্তি জনপ্রিয়করণ ও সম্প্রসারণ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকালে কলাপাড়ার কুমিরমারা গ্রামে জুট ফার্মিং সিস্টেম বিভাগ কলাপাড়া পাট গবেষণা উপকেন্দ্রের আয়োজনে ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই'র মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।  বিজেআরআই খামার ব্যবস্থাপনা ইউনিট এর পিসও কৃষিবিদ ড.মো. লুৎফর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজেআরআই’র সিএসও কৃষিবিদ ড. গোলাম মোস্তফা, কৃষিবিদ ড.এ কে এম শাহাদাৎ হোসেন, বিজেআরআই’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পিএসও কৃষিবিদ মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন। প্রধান অতিথি বিজেআরআই'র মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার বলেন,দেশে প্রথমবারের মতো উদ্ভাবিত উচ্চ ফলনশীল  তোষা পাটের বীজ উৎপাদন ও কৃষকদের পাট চাষে আগ্রহী করতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ পাট চাষ হলে পাটের আঁশ, শাকের পাশাপাশি বীজ উৎপাদন করে তা সংরক্ষণ করতে পারবে কৃষকরা। এতে কৃষকদের উচ্চ দামে পাটের বীজ ক্রয় করতে হবে না।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে