স্বদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: খসরু

এফএনএস | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০১:০৫ পিএম
স্বদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক স্বদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব। 

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন যত দেরি হবে, দেশের তত ক্ষতি হবে।

এসময় নতুন দল প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দল আসবে এটাই স্বাভাবিক। 

তিনি আরও বলেন, তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে এসে তা বাস্তবায়ন করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে