ব্রুক-ওলির ব্যাটে চড়ে চালকের আসনে ইংল্যান্ড

এফএনএস স্পোর্টস : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:২১ এএম : | আপডেট: ১৬ মার্চ, ২০২৫, ০৭:৩৯ পিএম
ব্রুক-ওলির ব্যাটে চড়ে চালকের আসনে ইংল্যান্ড

গতকাল ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ২৮০ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। হ্যারি ব্রুক ও ওলি পোপের ব্যাটে চড়ে এই রান সংগ্রহ করে ইংলিশরা। জবাব দিতে নেমে বিপদে পড়েছে নিউজিল্যান্ড। দিনশেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। রানের খাতা খুলতে পারেননি ইংলিশ ওপেনার বেন ডাকেট। আরেক ওপেনার জ্যাক ক্রোলি ১৭ রান করেই আউট হন। ২১ রানের মধ্যেই ইংল্যান্ডের দুই ওপেনারকে বিদায় করে দেন ম্যাট হেনরি। অভিজ্ঞ ব্যাটার জো রুটও হন ব্যর্থ। ৭ বলে ৩ রান করে নাথান স্মিথের বলে আউট হন। ২৬ রানে তিনটি উইকেট হারায় ইংল্যান্ড। জ্যাকব বেথেল বিদায় নেন দলীয় ৪৩ রানে। তার ব্যাট থেকে আসে ২৮ বলে ১৬ রান। তাকেও শিকার করেন স্মিথ। ৪৩ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে দলকে তুলে আনেন হ্যারি ব্রুক ও ওলি পোপ। বড় জুটি গড়েন তারা দুইজন। ২৬ ওভার ব্যাটিং করে এই জুটি। তাদের জুটিতে ইংল্যান্ড পায় ১৭৪ রান। ওলি পোপ আউট হওয়ার মাধ্যমে ভেঙে যায় এই জুটি। পোপ থামেন ৬৬ রানে। তিনি মোকাবেলা করেন ৭৮টি বল। ওয়ানডে মেজাজের এই ইনিংসে পোপের ব্যাট থেকে আসে ৭টি চার ও একটি ছক্কা। উইল ও’রুর্কের বলে আউট হন তিনি। তারপর আবার দ্রুত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। ৬৩ রানে শেষ ৬টি উইকেট হারায় সফরকারীরা। অধিনায়ক বেন স্টোকস ১৫ বলে ২ রান করে ও’রুর্কের বলে আউট হন। ক্রিস ওকস ৪৩ বলে ১৮ রান করে ও’রুর্কের তৃতীয় শিকারে পরিণত হন। অপরদিকে, ব্রুক টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান। ১২৩ রান করে থামেন ইংলিশ এই ব্যাটার। তিনি মোকাবেলা করেন ১১৫টি বল। স্ট্রাইকরেট প্রায় ১০৭। ব্রুক তিন অঙ্ক স্পর্শ করেন ৯১ বলে। দৃষ্টি নন্দন এই ইনিংসটি সাজানো ছিল ১১টি চার ও ৫টি ছক্কায়। রান-আউট হয়ে ব্রুকের এই দুর্দান্ত ইনিংসের মৃত্যু ঘটে। তার টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এটি। ইংল্যান্ড অলআউট হয় ২৮০ রানে। নিউজিল্যান্ডের পক্ষে চারটি উইকেট শিকার করেন নাথান স্মিথ। ও’রুর্ক নেন তিনটি উইকেট। ম্যাট হেনরি পান দুইটি উইকেট। জবাব দিতে নেমে নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় ১৮ রানে। গাস অ্যাটকিনসনের বলে আউট হন ডেভন কনওয়ে। ২৭ বলে ১১ রান করেন তিনি। নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে বোল্ড করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ল্যাথাম করেন ৩২ বলে ১৭ রান। ১০ বলে ৩ রান করে আউট হন রাচিন রবীন্দ্র। কেন উইলিয়ামসনও তারপরই বিদায় নেন। তিনি করেন ৫৬ বলে ৩৭ রান। ড্যারিল মিচেল ১২ বলে ৬ রান করে আউট হন। ৭৯ রানেই পাঁচটি উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। স্বাগতিকরা দিন শেষ করেছে পাঁচ উইকেটে ৮৬ রান নিয়ে। ক্রিজে আছেন উইল ও’রুর্ক এবং টম ব্লান্ডেল। ও’রুর্ক ১৬টি বল খেললেও রানের খাতা খুলতে পারেননি। ব্লান্ডেল করেছেন ৭ বলে ৭ রান। নিউজিল্যান্ড এখনো পিছিয়ে আছে ১৯৪ রানে। ইংল্যান্ডের পক্ষে দুইটি উইকেট শিকার করেছেন ব্রাইডন কার্স। একটি করে উইকেট পান গাস অ্যাটকিনসন, ক্রিস ওকস ও বেন স্টোকস।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW