দুটি বিভাগে অস্কার পেলো ডুন পার্ট টু

এফএনএস বিনোদন : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৫, ০৭:২৪ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
দুটি বিভাগে অস্কার পেলো ডুন পার্ট টু

শুধু বক্স অফিসে সাফল্য নয়, ২০২১ সালে সায়েন্স ফিকশন সিনেমা ‘ডুন’ ছয় ক্যাটেগরিতে অস্কার জিতে রীতিমতো হইচই ফেলে দেয় দর্শকমহলে। এরপর ২০২৪-এ আসে ছবির সিক্যুেয়ল; যেটি এবারও বাজিমাৎ করল। গত বছরের মার্চে মুক্তি পাওয়া এই ছবিটি অস্কারের জন্য ৫ টি মনোনয়ন পায়। সোমবার ৯৭তম অস্কার ঘোষণায় দুটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘ডুন পার্ট টু’। ছবির ভিজুয়াল ও অডিও বিভাগ থেকে অস্কার জিতে নিয়েছে ছবিটি। বিশালাকার কীট বালির সাগরে উড়ে বেড়াচ্ছে। অভিনেতা অস্টিন বাটলার এবং টিমোথি চালামেটের মধ্যে সাদা-কালো লড়াইয়ের দৃশ্য। বলা বাহুল্য, এর অত্যাশ্চর্য, আকর্ষণীয় ভিজ্যুয়াল সায়েন্স ফিকশন স্টোরির সিনেমাকে অনন্য মাত্রায় নিয়ে যায়। আর সে জন্যেই সেরা ভিজ্যুয়াল ইফেক্ট থেকে অস্কার জিতে নিল ছবিটি। চলচ্চিত্রটির পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন পল ল্যাম্বার্ট, স্টিফেন জেমস, রিস সালকম্ব এবং গের্ড নেফজার। ভিজ্যুয়ালের পাশাপাশি ছবির অডিওতে-ও ছিল অনন্য স্তরের কাজ। বিশেষ করে ছবির সাউন্ড প্রোডাকশন বিশ্বজুড়ে দর্শকদের আকর্ষণ করেছিল। এই বিভাগের জন্য ছবির পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন গ্যারেথ জন, রিচার্ড কিং, রন বার্টলেট এবং ডগ হেমফিল। ডুনের দ্বিতীয় কিস্তির গল্প এগিয়েছে পল অ্যাট্রেইডনের নতুন মিশন নিয়ে। তার পরিবারকে যারা ধ্বংস করেছিল তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য চ্যানি ও ফ্রেমের সঙ্গে একত্রিত হয় সে। সে সময় তাকে নিজের ভালোবাসা এবং মহাবিশ্বের ভাগ্যের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে হয়। এমন কঠিন খুব কৌশলেই জয় করে পল। উল্লেখ্য, ‘ডুন:পার্ট টু’সিনেমাটিতে অভিনয় করেছেন টিমোতে শ্যালামে, জেন্ডায়া, রেবেককা ফারগুসন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW