খুলনার তেরোখাদা উপজেলার মধুপুর বাজার অস্থায়ী ব্রাঞ্চ কার্যালয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দুঃস্থ্য হেলথ প্রগ্রাম সোসাইটির উদ্যোগে এলাকার দুঃস্থ্য ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। দিঘলিয়ার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংবাদিক এম ফরহাদ কাদিরের সভাপতিত্বে ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির বাণিজ্যিক বিষয়ক উপদেষ্টা সদস্য মোহাম্মাদ আলী টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান এম এম আজিজুল হাকিম, সংগঠনের মহাসচিব আয়শা ছিদ্দিকা, বিএনপি নেতা সাইফুল ইসলাম মোড়ল, সাবেক ইউপি সদস্য মাফিজ মোল্যা, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, এস এম মেহেদী হাসান, আনোয়ার হোসেন, শেখ হেদায়েত হোসেন, তৌহিদুর রহমান সোহাগ, মোঃ আজিম উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে এলাকার অন্ধ, পঙ্গু ও দুঃস্থ্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।