কালাবদর নদীতে কোস্টগার্ডের সাথে জেলেদের সংঘর্ষে নিহত ১

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৪ মার্চ, ২০২৫, ০১:০৯ পিএম | প্রকাশ: ৪ মার্চ, ২০২৫, ০১:০৯ পিএম
কালাবদর নদীতে কোস্টগার্ডের সাথে জেলেদের সংঘর্ষে নিহত ১

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীর শ্রীপুর নামক এলাকায় কোস্টগার্ড ও জেলেদের মধ্যে সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। নিহত মিরাজ ফকির (৩০) মেহেন্দিগঞ্জের মিয়ারচর গ্রামের ফখরুল ইসলাম ফকিরের ছেলে।

সোমবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বসে নিহতের ভাই রবিউল ফকির জানান, সোমবার দিবাগত রাত আটটার দিকে কালাবদর নদীর শ্রীপুর এলাকায় তার ভাই মিরাজ ফকির অন্যান্য জেলেদের সাথে মাছ ধরছিলেন। এসময় কোস্টগার্ডের একটি স্পিডবোর্ড জেলেদের নৌকার ওপর দিয়ে উঠিয়ে দেয়ায় তার ভাই মিরাজ গুরুত্বর আহত হয়। পরবর্তীতে অন্যান্য জেলেরা গুরুত্বর অবস্থায় মিরাজকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে (মিরাজ) মৃত বলে ঘোষণা করেন।

হিজলা নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, কোস্টগার্ডের সদস্যরা কালাবদর নদীর শ্রীপুর এলাকায় অভিযানে গেলে জেলেরা তাদের ওপর হামলা চালায়। এসময় জেলেদের সাথে কোস্টগার্ডের সংঘর্ষে জেলে মিরাজ ফকির আহত হন। পরবর্তীতে তাকে (মিরাজ) অন্যান্য জেলেরা উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন। বর্তমানে মিরাজের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। তবে কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার তাদের কোন অভিযান ছিলোনা। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকতে পারে।

আপনার জেলার সংবাদ পড়তে