ঝিনাইদহের কালীগঞ্জে এম এম বি এম নামের একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার দুপুর ১২ টারদিকে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এ সময়উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান,কালীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল ইসলাম, কালীগঞ্জ থানার এস আই তকিবুর রহমান এবং পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। মোবাইল কোর্টের মাধ্যমে "এম এম বি এম "নামক ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম জানান,জনস্বাস্থ্য এবং পরিবেশ রক্ষায় ইটভাটা গুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।