ভারতে আটক ২ বাংলাদেশি নারীকে হস্তান্তর করল বিএসএফ

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৪ মার্চ, ২০২৫, ০১:১৮ পিএম
ভারতে আটক ২ বাংলাদেশি নারীকে হস্তান্তর করল বিএসএফ

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই জন বাংলাদেশি নারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার পতাকা বৈঠকের মাধ্যেমে তাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) কাছে হস্তান্তর করা হয়েছে।

ওই দুই নারী হলেন বরিশালের উজিরপুর থানার দক্ষিণ মোড়াকাঠি গ্রামের নুরুল হালদারের মেয়ে জরিনা বেগম (৪২) এবং নড়াইল জেলার কালিয়া থানার চাঁদপুর গ্রামের সিরাজ ফকিরের মেয়ে শিউলি খাতুন (৪৮)।

সোমবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হন দুই বাংলাদেশি নারী। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে বিজিবিকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফ। দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে আটক দুই জনকে হস্তান্তর করা হয়। পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্তে সুসম্পর্ক বজায় রাখতে পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে বিজিবি ও বিএসএফ।

আপনার জেলার সংবাদ পড়তে