সাতক্ষীরার বিনেরপোতায় বিসিক শিল্প নগরীতে একটি প্লাইউড কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতা বিসিক শিল্প নগরীরর মধ্যে রনি প্লাইউড ইন্ডাষ্ট্রিজের কারখানায় ব্রয়লার মেশিনের তেল থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনসপেক্টর নূরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাত ৪টায় ঘটনাস্থলে গিয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে, তা তদন্ত সাপেক্ষে জানানো হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয় ক্ষতির পরিমাণ ১২লক্ষ টাকা।