ঘুষের টাকা ফেরৎ পেলেন স্কুল শিক্ষক

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৭ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ঘুষের টাকা ফেরৎ পেলেন স্কুল শিক্ষক

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তাঁর নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে তালা উপজেলার সুভাষিণী সৈয়দ দিদার বখত মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন গত ২ডিসেম্বর দুপুর ১২টায়। পরিদর্শনকালে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও সরকারি বিভিন্ন সেবা প্রদান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উক্ত স্কুলের শিক্ষক মুকুন্দ মুরারি সরকার জেলা প্রশাসককে মৌখিকভাবে অভিযোগ করেন যে, সম্প্রতি তিনি তাঁর স্ত্রী অনিমা সরকারের নামে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে জমি নামজারি করতে গেলে সংশ্লিষ্ট অফিসের কানুনগো ৫হাজার টাকা উৎকোচ দাবি করেন। একজন স্কুল শিক্ষক হিসেবে এতো টাকা প্রদান করা সম্ভব নয় বললে কানুনগো বলেন, এর কমে নামজারি করা যাবেনা। অতঃপর তিনি ৫হাজার টাকা কানুনগোকে প্রদান করতে বাধ্য হন। বিষয়টি শুনে জেলা প্রশাসক তৎক্ষনাৎ মোবাইল ফোনে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা প্রদান করেন। ৫ডিসেম্বর খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবাইল ফোনে সাতক্ষীরা জেলা প্রশাসককে জানান যে, উক্ত টাকা ভুক্তভোগীকে ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কানুনগোর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভুক্তভোগী শিক্ষক টাকা ফেরত পেয়েছেন মর্মে সাতক্ষীরা জেলা প্রশাসককে মোবাইল ফোনে জানিয়েছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে