মুলাদীতে সড়ক দুর্ঘটনায় ড. ফরহাদের মৃত্যু

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
মুলাদীতে সড়ক দুর্ঘটনায় ড. ফরহাদের মৃত্যু

বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের হাওলাদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ড. মো. ফরহাদ হোসেন মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর (নন্দীরবাজার) গ্রামের মরহুম আলহাজ্ব মাওলানা মো. আব্দুল কাদেরের ছেলে। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ ও ২ এর উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার নন্দীরবাজার এলাকায় একটি ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন বলে জানান তার স্বজনেরা।  প্রত্যক্ষদর্শী শাওন বিশ্বাস জানান, ড. মো. ফরহাদ হোসেন মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি আলফা পরিবহনে মুলাদীর উদ্দেশ্যে রওয়ানা দেন। আলফাটি কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর গ্রামের হাওলাদার ব্রিজ এলাকায় একটি প্রানী বাঁচাতে গিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাহেন্দ্র চালক ও ৪ যাত্রী ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পথচারী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড. ফরহাদকে মৃত ঘোষণা করেন।   উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় ড. মো. ফরহাদ হোসেন মারাত্মক ভাবে আহত হন এবং তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।   ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সদস্য জয়নুল আবেদীন পারভেজ বলেন, ড. মো. ফরহাদ হোসেন মাহফিলের প্রধান অতিথি ছিলেন। শুক্রবার সকালের দিকে তিনি ঢাকা থেকে এলাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে