বরিশালের মুলাদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা ও দোয়া মোনাজাত করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) পরাগ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবাবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, উপজেলা প্রকৌশলী তানজিলুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুমন রেজা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী জিহাদের বাবা মোশারেফ হোসেন পাইকসহ সরকারি কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন ও আহতরা।