ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি অভিযানে দুই কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারীকে আটক করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুত্রুবার দুপুরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে 'ক’ সার্কেলের পরির্দশক মোহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের রৌহা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি থেকে গাঁজাসহ মোঃ সিরাজুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারীকে আটক করে গফরগাঁও থানায় সোপর্দ করে। আটককৃত সিরাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দূর্গাপূর মধ্যপাড়া এলাকার মৃত আবু আলীর ছেলে । জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদকের একটি চালান গরফরগাঁও পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরির্দশক মোহাম্মদ আমিনুল কবিরের নেতৃত্বে শুত্রুবার দুপুরে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের রৌহা এলাকায় একটি সিএনজির গতিরোধ করে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ আন্তঃজেলা মাদক কারবারীর সদস্য সিরাজুল ইসলামকে আটক করে গফরগাঁও থানায় সোপর্দ করা হয়। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে ময়মনসিংহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।