কাপাসিয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:১৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
কাপাসিয়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

ভারতীয় উগ্রবাদী হিন্দুদের দ্বারা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে হামলার প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মনসুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদর বাসটার্মিনাল থেকে শুরু হয়। পরে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্তে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।  এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন প্রমুখ।  এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল সহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে