অশ্রুসিক্ত চোখে অস্কারের মঞ্চে মাকে খুঁজলেন সালদানা

এফএনএস বিনোদন : | প্রকাশ: ৫ মার্চ, ২০২৫, ০৬:৫৩ পিএম : | আপডেট: ১৪ মার্চ, ২০২৫, ০৭:৪৯ পিএম
অশ্রুসিক্ত চোখে অস্কারের মঞ্চে মাকে খুঁজলেন সালদানা

৯৭তম অস্কার আসরে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন জো সালদানা। পুরস্কার জিতেই ডোমিনিকান-আমেরিকান এ অভিনেত্রী অস্কারের মঞ্চে কান্নায় ভেঙে পড়েন। সে ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, কান্নারত সালদানা মঞ্চে উঠে চিৎকার করে ‘মামি, মামি’ বলে ডেকে ওঠেন। তারার মেলার ভিড়ে ছলছল চোখে মাকে খোঁজেন সালদানা। কাঁদতে কাঁদতে নিজের অনুভূতির জানিয়ে সালদানা বলেন, আমার দাদি ১৯৬১ সালে এই দেশে এসেছিলেন। আমি গর্বিত একজন অভিবাসী বাবা-মায়ের সন্তান, যারা স্বপ্ন, সম্মানবোধ ও কঠোর পরিশ্রমের মানসিকতা নিয়ে বড় হয়েছেন। আমি ডোমিনিকান বংশোদ্ভূত প্রথম আমেরিকান, যে একাডেমি অ্যাওয়ার্ড গ্রহণ করছে। সালদানা আরও বলেন,‘রিতার মতো একজন নারীর নীরব বীরত্ব, শক্তিকে স্বীকৃতি দেয়ার জন্য এবং দৃঢ়চেতা নারীদের সম্পর্কে কথা বলার জন্য একাডেমিকে ধন্যবাদ।’ এরপর সহ মনোনীত সবার প্রতি ভালোবাসা জানান তিনি। সালদানা সেরা পরিচালকের জন্য মনোনীত জ্যাক অডিয়ার্ডকেও ধন্যবাদ জানান। ‘এমিলিয়া পেরেজ’র সকল অভিনেতা, কলাকুশলীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই পুরো জার্নিতে তার পাশে থাকার জন্য অভিনেত্রী তার পরিবারকেও ধন্যবাদ জানান। সালদানা মনে করেন, তিনিই অস্কার জেতা শেষ ডোমিনিকান বংশোদ্ভূত অভিনেত্রী হবেন না, বরং আরও অনেকেই এই জায়গায় আসবেন। প্রসঙ্গত ‘এমিলিয়া পেরেজ’ সিনেমায় জো সালদানা একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। স্প্যানিশ ভাষার সংগীতনির্ভর সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রান্সের নির্মাতা জ্যাক অঁদিয়ার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW