ভাঙ্গুড়ায় ৫মাদক সেবীকে কারাদণ্ড

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : | প্রকাশ: ৬ মার্চ, ২০২৫, ০৭:৫৭ পিএম
ভাঙ্গুড়ায় ৫মাদক সেবীকে কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়ায় ৫ মাদক সেবীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রত্যেককে ২ শত টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 

তাদেরকে কারাদণ্ড প্রদান করে পাবনা জেল হাজতে পাঠানো হয়।

দণ্ড প্রাপ্তরা হলেন, উপজেলার সাহানগর গ্রামের আব্দুর  রশিদ (৩২), পৌর শহরের সরদার পাড়া মহল্লার 

ছরোয়ার হোসেন (৪১), দক্ষিণ সারুটিয়া গ্রামের আছাদুল (৪২), উত্তর মেন্দা গ্রামের হৃদয় হোসেন (২৩) ও চৌবাড়ীয়া ভদ্রপাড়া মহল্লার জিল্লুর রহমান (২৯)।

এসময় তাদের কাছ থেকে কিছু গাঁজা ও নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. নাজমুন নাহার। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ঈশ্বরদী) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাগর উপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা.নাজমুন নাহার আমার দেশকে বলেন,মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ /৩৬/৫ ধারা মোতাবেক ৫ মাদক সেবিকে এক মাসের কারাদণ্ড ও  প্রত্যেককে ২শ' টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে