ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক লাইফ সাপোর্টে রয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার ছোট ভাই সাকরায়েন সিদ্দিক জানান, দুপুর সোয়া ২টার দিকে আরেফিন সিদ্দিক ব্যাংক থেকে টাকা তোলেন। এরপর আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে তিনি মাটিতে পড়ে যান।
ঘটনার পর তাকে দ্রুত বারডেম হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন। তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে ভেন্টিলেশনে রাখা হয়।
অধ্যাপক আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক হিসেবে পরিচিত।