দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামের কাজীর পুকুর সংলগ্ন রোডে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উল্লেখিত দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার খবর শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং আহতদের দ্রুত উদ্ধার করে তাদের প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলো মোটরসাইকেল ড্রাইভার হাসানুর রহমান (২২), মোটর সাইকেল আরোহী হামজা (১৭), ইজিবাইক চালক আঃ হান্নান (৫৩), ইজিবাইক আরোহী মহিউদ্দিন (৪২) ও ফারহানা (৪২)। পরে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ তিনজন হলো মোটর সাইকেল চালক হাসানুর রহমান, মোটরসাইকেল আরোহী হামজা এবং ইজিবাইক চালক আঃ হান্নান। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, ঘটনাস্থলে রাস্তাসহ ফুটপাত বেদখল ও চালকদের বেপরোয়া গাড়ি চালানো ও অসাবধানতা ক্রসিংই এ দুর্ঘটনার জন্য দায়ী।