গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলেছে

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৩০ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলেছে

জেলার গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনের নজরদারি থাকা সত্বেও থামানো যাচ্ছেনা চুরি। গত এক মাসের ব্যবধানে এ উপজেলার বিভিন্ন গ্রামে কমপক্ষে ১৫টি চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে চাঁদশী গ্রামের উত্তেজিত জনতার গণপিটুনিতে এক চোর ঘটনাস্থলেই মারা গেছে। এরপরেও থামছেনা চুরির ঘটনা।

সর্বশেষ শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার পূর্ব শরিফাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও এক অবসরপ্রাপ্ত শিক্ষিকার বসতঘরে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দুটি বসতঘর থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। খবরপেয়ে শনিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শনিবার দুপুরে ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষিকা শিরীন আক্তার জানিয়েছেন, দালানের গ্রিল কেটে সংঘবদ্ধ চোরেরা কক্ষে প্রবেশ করে নগদ ১০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য দাদন আলী ফকির জানান, সিঁধ কেটে তার বসতঘরে ঢুকে অর্ধলাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। 

সার্বিক বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, চুরি রোধে পুলিশ টহলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সচেতন করে তোলা হচ্ছে। প্রতিটি চুরির ঘটনার তদন্ত চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে