সালিশ বৈঠকের ভিডিও ধারণ করায় হামলা, আহত ১২

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৪:০২ পিএম
সালিশ বৈঠকের ভিডিও ধারণ করায় হামলা, আহত ১২

সালিশ বৈঠকের রায় অনুযায়ী চোরের পক্ষালম্বন করে তাদের স্বজনদের ক্ষমা চাওয়ার দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামে।

শনিবার সকালে সালিশ বৈঠকে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, ঘর থেকে মাছ চুরির বিষয়টি দেখে ফেলায় চিহ্নিত দুই চোর কর্তৃক শিশুকে হত্যার হুমকি, পরবর্তীতে ভয়ে আতংকিত হয়ে ওই শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় বাকাল গ্রামের একটি বাড়িতে সালিশ বৈঠকের আয়োজন করেন স্থানীয় প্রভাবশালীরা। গত ৩ মার্চ ভয়ে আতংকিত হয়ে মৃতবরণ করা চার বছরের শিশু মুন্না ওই গ্রামের দিনমজুর নজরুল হাওলাদার ও মারুফা বেগম দম্পত্তির ছেলে।

সূত্রে আরও জানা গেছে, শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি দিনমজুর নজরুলকে মামলা করতে বাঁধা প্রদান করে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। সেমতে শুক্রবার সন্ধ্যায় ওই প্রভাবশালীরা স্থানীয় এক বাড়িতে সালিশ বৈঠকে বসে। একপর্যায়ে বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত দুই চোরের পক্ষ থেকে তাদের স্বজনরা এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে শুরু হয় উত্তেজনা। অভিযুক্ত শাহিন খানের স্বজন রফিকুল ইসলাম আজাদ অতর্কিতভাবে হামলা চালায় মৃত শিশুর বাবা-মাসহ তদের স্বজনদের ওপর। এনিয়ে উভয়পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষে ১২ জন আহত হয়। গুরুত্বর আহত চারজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আগৈলঝাড়া থানার এসআই সৌমেন বিশ্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে