ইদিলপুর শিক্ষ ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে

সেনবাগে মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০১:৩৬ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সেনবাগে মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

নোয়াখালীর সেনবাগে ঐতিহ্যবাহী ইদিলপুর শিক্ষা ও সংস্কৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণী করা হয়েছে।

 শনিবার দুপুরে উপজেলার অজুনতলা ইউপির ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফাউন্ডেশনের সভাপতি লায়ন জসীম উদ্দিনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসাহাকের পরিচালনায় অনুষ্ঠিত পুরুষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে মেধাবীদের মাঝে পুরস্কার ও সদনপত্র তুলে দেন টপ স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালন লায়ন সৈয়দ হারুন এমজেএফ। এ সময় অন্যন্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভ্যালিনেক্স লিমিেিটডের চেয়ারম্যান সিকান্তার আলী মানিক , ব্যবসায়ী মোঃ হারুনুর রশিদ, মোঃ শরফুদ্দীন আহম্মদ রনি, ইদিলপুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপদেষ্টা মোঃ আবদুর রহিম,পরীক্ষা নিয়ন্ত্রক ফজলে এলাহী, কনফিডেন্ড এসেট  লিমিটিডের পরিচালক জহির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 

 আলোচনা শেষে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্কুলের মোট ৯০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে অনুষ্ঠানে অতিথিরা পুরস্কার ও সনদপত্র বৃন্দ তুলে দেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে