ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৮ মার্চ, ২০২৫, ০৬:৩৮ পিএম
ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৮ মার্চ) উপজেলার গোবিন্দাসী টিমোড়ে অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা করেছে । উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, উপজেলার গোবিন্দাসী টিমোড়ে অসুস্থ গরু জবাই করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম তালুকদার নামের এক অসাধু মাংস ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়। 

তিনি আরো বলেন ঐ মাংস ব্যবসায়ী জখম হওয়া আধামরা গরু জবাই করে মাংস বিক্রি করছিলো। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গরুর মাংসগুলো ফেলে দেই।

আপনার জেলার সংবাদ পড়তে