কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হাসানপুর, শাহপুরে নদী রক্ষাবাধ প্রকল্পের কাজ চলছে। তবে হাসানপুরে ৩টি প্রকল্পের মধ্যে ২টি প্রকল্পের কাজ মন্তরগতি চলছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সরে জমিন গিয়ে দেখা যায় বাজিতপুর উপজেলার ২টি প্রকল্পের ও নিকলী উপজেলার একটি প্রকল্পের নদী রক্ষাবাধ প্রকল্পের কাজ একেবারেই মন্তরগতি। যদিও এ সব নদী রক্ষা বাধ কাজের মাত্র কয়েক মাস বাকি রয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। ২০২৩ সনে এ কয়েকটি প্রকল্পের ১৬২ কোটি টাকার কাজ শুরু হয়েছিল। কিন্তু সিংপুর ইউনিয়নের নদীর ঐ পারে ৩টি প্রকল্পের কাজ একে বারেই বন্ধ রয়েছে বলে এলাকা বাসীর অভিযোগ। যদিও সিংপুর ইউনিয়নের সিংপুর বাজার গ্রাম ও ঐপারের বেশ কয়েকটি গ্রাম নদীতে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোঃ রুবেল মিয়া জানান, সিংপুর ও সাদির চরের কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ মন্তরগতিতে চলতে বলে উল্লেখ করেন।