বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের দুটি নতুন সিনেমা দর্শকদের জন্য প্রস্তুত। সরকারি অনুদানে নির্মিত ‘চক্কর ৩০২’ এবং ‘বিলডাকিনি’ সিনেমা দুটি মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া থাকলেও দীর্ঘদিন ধরে মুক্তির অপেক্ষায় ছিল। এবার অবশেষে সিনেমা দুটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। রোজার ঈদে মুক্তি পাবে ‘চক্কর ৩০২’, আর পয়লা বৈশাখে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে ‘বিলডাকিনি’ সিনেমাটির।
রোজার ঈদে সিনেমাপ্রেমীদের জন্য অপেক্ষার পালা শেষ হচ্ছে। ইতিমধ্যে ঈদ উপলক্ষে শাকিব খানের ‘বরবাদ’, সিয়ামের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’ এবং সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলো মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’। সিনেমাটির পরিচালক শরাফ আহমেদ জীবন জানিয়েছেন, ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা আসছে এই সপ্তাহেই। ১০ রমজান থেকে শুরু হবে সিনেমাটির প্রচার। টিজার, ট্রেলার এবং গান প্রকাশের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে ব্যাপক প্রচার কার্যক্রম চলবে।
‘চক্কর ৩০২’ সিনেমায় মোশাররফ করিম একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি একটি খুনের তদন্তের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে, তবে এর পাশাপাশি মানবিক একটি দিকও উঠে এসেছে। মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘সিনেমাটি উৎসবের আমেজে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। ঈদ সেই উপযুক্ত সময়। দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন বলে আশা রাখি।’
ঈদের পর পয়লা বৈশাখে মুক্তি পেতে যাচ্ছে মোশাররফ করিমের আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’। সিনেমাটির কাজ অনেক আগেই শেষ হলেও মুক্তির তারিখ নিয়ে অনিশ্চয়তা ছিল। এবার বৈশাখের উৎসবকে সামনে রেখে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। ‘বিলডাকিনি’ সিনেমাটির বিষয়বস্তু এখনও গোপন রাখা হয়েছে। তবে মোশাররফ করিমের অভিনয় এবং সিনেমাটির গল্প দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
রোজার ঈদ উপলক্ষে বাংলাদেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য উৎসবের আমেজ তৈরি হচ্ছে। শাকিব খান, সিয়াম, আফরান নিশো, সজল-ফারিয়া এবং মোশাররফ করিমের মতো তারকাদের সিনেমা একসঙ্গে মুক্তি পাচ্ছে। প্রতিবারের মতো এবারও ঈদে সিনেমা মুক্তির দৌড়ঝাঁপে উত্তেজনা দেখা যাচ্ছে। দর্শকরা কোন সিনেমা দেখবেন, তা নিয়ে চলছে আলোচনা।
মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’ এবং ‘বিলডাকিনি’ সিনেমা দুটি দর্শকদের জন্য বিশেষ উপহার হয়ে আসছে। ঈদ ও বৈশাখের উৎসবকে আরও রঙিন করতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দুটি নতুন সিনেমা।