ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাই চলচ্চিত্র জগতে চলছে জোর প্রস্তুতি। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে অর্ধডজন সিনেমা। এর মধ্যে শাকিব খানের ‘বরবাদ’, সিয়াম আহমেদের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’, আদর আজাদের ‘পিনিক’ এবং নুসরাত ফারিয়া ও সজলের ‘জ্বীন ৩’ উল্লেখযোগ্য। অধিকাংশ সিনেমার শুটিং শেষ হলেও এখনও সেন্সর বোর্ডের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছেন, ঈদের আগেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে সিনেমাগুলো।
শাকিব খানের ‘বরবাদ’
ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘বরবাদ’। শাকিব খান এই সিনেমায় গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তানের চরিত্রে অভিনয় করছেন। পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান, সিনেমাটির শুটিং প্রায় শেষ। বাকি আছে কেবল দুটি গানের কাজ। গানগুলো শেষ হলেই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে সিনেমাটি। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে, যেখানে শাকিব খানের লুক ও অ্যাকশন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন ইধিকা পাল। এ ছাড়াও মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত এবং শহীদুজ্জামান সেলিমের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সিয়াম আহমেদের ‘জংলি’
গত বছর থেকেই প্রস্তুত এম রাহিম পরিচালিত ‘জংলি’। সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছিল গত কুরবানি ঈদে। তবে নির্মাতা ঈদের পরিবর্তে এবারের রোজার ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমাটিতে সিয়াম আহমেদকে দেখা যাবে ভিন্ন এক লুকে। নায়িকা হিসেবে রয়েছেন শবনম বুবলী এবং প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটির একটি গান ‘জনম জনম’ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি পুরোপুরি প্রস্তুত এবং শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে।
আফরান নিশোর ‘দাগি’
২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেই সাফল্য পেয়েছিলেন আফরান নিশো। এবার ঈদে তিনি ফিরছেন শিহাব শাহীনের পরিচালনায় ‘দাগি’ সিনেমা নিয়ে। এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে এবং আগামী রোববার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির প্রচারণা শিগগিরই শুরু হবে।
আদর আজাদের ‘পিনিক’
অ্যাকশন-থ্রিলার ধাঁচের ‘পিনিক’ সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। সিনেমাটিতে আদর আজাদ এবং শবনম বুবলী জুটি বেঁধেছেন। কক্সবাজারের দুর্গম এলাকায় সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির এখন এডিটিং ও কালারের কাজ চলছে। শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে এবং প্রচারণা শুরু হবে।
নুসরাত ফারিয়া ও সজলের ‘জ্বীন ৩’
‘জ্বীন’ সিরিজের তৃতীয় কিস্তি ‘জ্বীন ৩’ এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে নুসরাত ফারিয়া এবং আবদুন নূর সজল অভিনয় করেছেন। পরিচালক কামরুজ্জামান রোমান জানিয়েছেন, সিনেমাটির শুটিং এখনও চলমান। তবে ঈদের আগেই সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে।
ঈদুল ফিতর উপলক্ষে সিনেমা হলগুলোতে চলচ্চিত্রপ্রেমীদের জন্য উৎসবের আমেজ তৈরি হচ্ছে। শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আদর আজাদ এবং নুসরাত ফারিয়ার মতো তারকাদের সিনেমা একসঙ্গে মুক্তি পাচ্ছে। প্রতিবারের মতো এবারও ঈদে সিনেমা মুক্তির দৌড়ঝাঁপে উত্তেজনা দেখা যাচ্ছে। দর্শকরা কোন সিনেমা দেখবেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।
ঈদের এই সিনেমাগুলো দর্শকদের জন্য বিশেষ উপহার হয়ে আসছে। চলচ্চিত্রপ্রেমীদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।