পুঠিয়ায় টাকার বিনিময়ে ইপিআই টিকাকার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে জন্মনিবন্ধন করতে আসা ব্যক্তিরা ভোগান্তিতে পড়তে হচ্ছে। উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলবাড়ী আবুলের মোড় এলাকায় নবজাতকের অভিভাবকদের কাছে 'ইপিআই টিকা কার্ড' ৫শত টাকায় বিক্রি করার সময় স্থানীয় জনগণের কাছে স্বাস্থ্য সহকারী মোতাহা হাতেনাতে ধরা পড়েছে। তবে ঘটনার কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহন করেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রাশিদুল হাসান শাওন বলেন, টাকা নিয়ে কার্ড বিক্রি করছে এমন ঘটনা শুনেছি। তবে কেউ আমার নিকটে লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে অভিযুক্ত স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি লিখিত অভিযোগ না আসে তাহলে ব্যবস্থা নেওয়া সম্ভব না। তিনি আরো বলেন, আমাদের এখানে পর্যাপ্ত টিকাকার্ড রয়েছে। চাহিদা অনুযায়ী স্বাস্থ্য সহকারীদের তা সরবরাহ করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত স্বাস্থ্য সহকারী মোতাহার এর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি তার স্ত্রী-সন্তানদের দিয়ে কল রিসিভ করায় এবং পরবর্তীতে আবারো যোগাযোগের চেষ্টা করলে তিনি আর কল রিসিভ করেনি।
এ ব্যাপারে রাজশাহী জেলা সিভিল সার্জন ডা আবু সাইদ মোহাম্মদ ফারুক বলেন, বিষয়ে আমার জানা নেই। তবে টিকার কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। টিকাকার্ডর বিক্রি করে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।