জেনে নিন স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

এফএনএস : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৪, ১১:১৮ পিএম : | আপডেট: ৩ মার্চ, ২০২৫, ০৭:৩১ পিএম
জেনে নিন স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

টানা ৩ দফা বাড়ানোর পর অবশেষে কমানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে  মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। আর আগের দামেই বিক্রি হবে রুপা।

সবশেষ সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তি দিয়ে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ১ হাজার ৮৯০ টাকা কমিয়েছে সংগঠনটি।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪০ হাজার ৩৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

 


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে