মুলাদীতে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের মানববন্ধন

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ৯ মার্চ, ২০২৫, ০৬:৫০ পিএম | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৬:৫০ পিএম
মুলাদীতে কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের মানববন্ধন

বরিশালের মুলাদীতে মোটরসাইকেল বহরে কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল রোববার বেলা ২টায় মুলাদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা মিজানুর রহমান কুতুবপুরী,  উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মুহাম্মাদ নেছার উদ্দিন সিকদার, আলহাজ্ব আলাউদ্দিন ঢালী, আলহাজ্ব রুহুল আমিন খান, সম্পাদক  আবুল কাশেম জিহাদী, যুগ্ম সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন নাঈম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ এম আলমগীর হোসেন, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মো. আমিনুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাওলানা জুনায়েদ হোসেন প্রমুখ। 

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৩টার দিকে উপজেলা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মীরগঞ্জ যাচ্ছিলেন। মোটরসাইকেল বহরটি সড়কের কাজিরচর ইউনিয়নের দক্ষিণ কাজিরচর এলাকার আবুল হাওলাদার বাড়ির অতিক্রম কালে আইনুদ্দিন শাহ ফকিরের মেলা সমর্থকেরা পিছন থেকে হামলা চালায়। হামলায় ইসলামী আন্দোলন কর্মী দুলাল দপ্তরি, ক্বারাী জুনায়েত হোসেনসহ কমপক্ষে ৫জন আহত হয় বলে জানান উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফএম মাইনুল ইসলাম। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার দুপুরে মানববন্ধন করেন ইসলামী আন্দোলন কর্মীরা। 

আপনার জেলার সংবাদ পড়তে