জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। রোববার (৯ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
চিঠিতে নির্বাচন কমিশন উল্লেখ করেছে, এনআইডি কার্যক্রম স্থানান্তর করা হলে কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে এবং ভোটার তালিকা প্রস্তুতকরণ ও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে নানা জটিলতা সৃষ্টি হতে পারে।
এদিকে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের আহ্বান জানিয়ে নির্বাচন কমিশন সোমবার (১০ মার্চ) একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে। ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, আগ্রহী রাজনৈতিক দলগুলো আগামী ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবে।
সম্প্রতি এনআইডি কার্যক্রম একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের অধীনে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে, যা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। এই উদ্যোগের বিরোধিতা করে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নেমেছেন।
এর আগে, ৬ মার্চ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, এনআইডি নির্বাচন কমিশনের অধীনে রাখা জরুরি এবং এই বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। সরকারের কাছে কমিশনের অবস্থান স্পষ্ট করতে লিখিতভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। সিইসি আশাবাদ ব্যক্ত করেন যে, সবকিছু বিবেচনা করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।