সিলেটে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিবাদ মিছিল

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম, সিলেট) : | প্রকাশ: ৯ মার্চ, ২০২৫, ০৮:০০ পিএম
সিলেটে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ছাত্র জনতার প্রতিবাদ মিছিল

সারাদেশে ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সিলেটে এক প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপুর ৪টায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার (চৌহাট্টা) থেকে শুরু হয়ে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে তারা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং কঠোর শাস্তির দাবি জানান। মানববন্ধন ও মিছিল থেকে বক্তারা দেশের ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করেন। তারা বলেন,

"ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় অপরাধীরা বারবার এমন জঘন্য কাজ করার সাহস পাচ্ছে। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক এবং তা দ্রুত কার্যকর করা হোক।"

মিছিলটি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে ধর্ষণবিরোধী কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের দাবি জানানো হয়।

এই প্রতিবাদ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর-সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ফাহিমা, রিয়াদ, মাজেদ, দিলওয়ার, মুস্তাফিজুর, শিউলি শিলা, জুবায়ের, জিয়াদ ইসলাম, সাদ্দাম, জুহায়েরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

আপনার জেলার সংবাদ পড়তে