কাপসন্ডা আট দলীয় ফুটবল টুর্নামেন্টে চেউটিয়া চ্যাম্পিয়ন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:২১ এএম
কাপসন্ডা আট দলীয় ফুটবল টুর্নামেন্টে চেউটিয়া চ্যাম্পিয়ন

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের কাপসন্ডায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে চেউটিয়া অগ্রয়ী ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার বিকালে কাপসন্ডা ফুটবল মাঠে এখেলা অনু্ষ্িঠত হয়। 

খেলার প্রথমার্ধে কোন দলই করতে পারেনি। দ্বিতীয় অর্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেউটিয়া অগ্রয়ী ক্লাবের শরিফুল ইসলাম অপু ১৭ মিনিটের মাথায় একমাত্র গোল করে দলকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।কাপসন্ডা প্রভাতী যুব সংঘের আয়োজনে  ক্লাবের সভাপতি ও কয়রা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে খেলার শুভ উদ্বোধন করেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দিন, প্রভাষক মোঃ সাইদুর রহমান, এড. নাজমুল ইসলাম, ক্লাবের সাবেক সভাপতি ময়নুল ইসলাম সানা, সাধারণ সম্পাদক আবু হানিফ সানা, বড়দল ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আব্দুল অজেদ, শিক্ষক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আজিজ ইসলাম প্রমুখ। খেলা পরিচালনা করেন নাজমুল হুদা, এ কে এম আজাদ কাকন, আব্দুল গাফফার ও মোহাম্মদ রানা। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও মফিজুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে