আজ সরাইল মুক্ত দিবস

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ১১:১৯ পিএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
আজ সরাইল মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে সরাইল পাকিস্থানি হানাদার বাহিনী মুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে সরাইল থানা চত্বরে উত্তোলন করা হয় লাল-সবুজের পতাকা। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন এক আলোচনা সভার আয়োজন করেছে। আজ রোববার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সরাইলের রাজনৈতিক দলের প্রতিনিধি, মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক ও এনজিও প্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ করবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন। তবে এই আলোচনা সভায় থাকবে না বিতর্কিত কোন ব্যক্তি। একাধিক মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার ৪৮ বছর পর বিটঘর বধ্যভূমির সৌন্দর্য বৃদ্ধি ও স্মৃতিসৌধ নির্মাণ করে ইতিহাস গড়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। কিন্তু রাজনৈতিক কারণে ওই বধ্যভূটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি আদৌ। আর ৫৪ বছর পরও সরাইলের তিনটি বধ্যভূমি সংরক্ষণ করা হয়নি। গড়ে ওঠেনি কোন স্মৃতিসৌধ। আমরা দীর্ঘ দিন ধরে দাবি জানিয়ে আসছি অন্তত শাহবাজপুর, ধর্মতীর্থ ও কুচনির শহীদদের স্মৃতি রক্ষায় চারটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হউক।   

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে