‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে পাকুন্দিয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, ইমাম, ব্যবসায়ি, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক আছাদুজ্জামান খন্দকার। = সভায় পিএফজি গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট ময়মনসিংহ অঞ্চলের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আক্তারুজ্জামান ও সিলেট অঞ্চলের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা। তারা বলেন, একটি উদার, অসম্প্রদায়িক, সহনশীল মুক্ত মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা প্রতিরোধ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ইতিবাচক সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক সহাবস্থান সৃষ্টির লক্ষ্যেই এ কমিটি গঠনের মূল উদ্দেশ্য। হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় ফেকামারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব, পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশীদ আহমদ জাহাঙ্গীর হোসাইনী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আমিনুল হক জর্জ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা খাতুন ও শামছুন্নাহার আপেল, সুজনের সভাপতি আ.ন.ম. তানভীর হায়দার, সাংবাদিক ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, রাজন সরকার, সাখাওয়াত হোসেন হৃদয়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ জুটন মোদক, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলিপ রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে সকলের মতামতের ভিত্তিতে একটি অ্যাম্বাসেডর গ্রুপ গঠন করা হয়।