জীবন যুদ্ধে হার না মানা প্রতিবন্ধির ঘুরে দাড়ানোর চেষ্টা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৫ মার্চ, ২০২৫, ০৫:০৫ পিএম
জীবন যুদ্ধে হার না মানা প্রতিবন্ধির ঘুরে দাড়ানোর চেষ্টা

সাতক্ষীরা তালা উপজেলার  তপন সরকার নামে  এক প্রতিবন্ধি যুবক তপন সরকারের একটু ঘুরে দাড়ানোর চেষ্টা । তপন সরকার তারা উপজেলার  খেশরা ইউনিয়নের  বাতুয়াডাঙ্গা গ্রামেন মৃত হরিপদ সরকারের পুত্র । তপন জন্ম থেকে প্রতিবন্ধি। দু পা ও একটি  হাত  পঙ্গু । একেবারেই অচল। একটি মাত্র হাত ভাল রয়েছে। সে হাত দিয়ে জীবন জীবিকার তাকিদে রাস্তায় রাস্তায় না ঘুরে স্থানীয় একটা বাজারে পেয়াজু  চপ  সিংড়া ও পাপর তৈরী করে জীবিকা নির্বাহ করে তপন। তপন সরকার জানান তারা দু ভাই ও এক বোন। বোন টা বিয়ে হয়ে গেছে। কিন্তু সব চেয়ে দুঃখের বিষয় হল  তপন জন্মের পরে তার বাবা মা দুজনেই মারা যায। অভাব অনটনে কাটে তপনের তাই অভাব কে বৃদ্ধাঙ্গুলী  দেখিয়ে জীবন জীবিকার জন্য তপন ভাজা বিক্রয় করে কোন রকমে চলেন। কথা হয প্রতিবন্ধি তপনের সঙ্গে  তিনি জানান আমার তো দু পা এক হাত পঙ্গু । কেউ তো আমাকে কাজে নিবে না। তাছাড়া ভাইয়ের  সংসারে থাকি। তার ও ছেলে মেয়ে আছে। ভাইয়ের সংসার খুব একটা সচছল না। কোন রকমে চলে। কথা হয় তপনের সঙ্গে  তিনি জানান ভাজা বিক্রয় করে যে টাকা হয তা ভাইয়ের  সংসারে কিছু টাকা দিই। আর বাকীটা আমি খরচ করি। তাছাড়া তো ঁআমি হাটতে পারি না। চলাচল ও করতে পারি না। তপন আরো জানান সরকারীভাবে  সে একটি প্রতিবন্ধি কার্ডের ভাতা পান। প্রতিমাসে তপন ৭৫০ টাকা করে পান বলে সাংবাদিকদের জানান। স্থানীয় রজ্ঞিত সরকার জানান তপন জন্ম থেকে প্রতিবন্ধি। সে বসে না থেকে স্থানীয়  হরিনখোলা বাজারে পেয়াজু চপ সিংড়া ও পাপর তৈরী করে জীবিকা নির্বাহ করে ।  স্থানীয়   বি এন পির  নেতা অতুল সরকার জানান তপন খুব ভাল ছেলে। জন্ম থেকে তপন প্রতিবন্ধি। খুব কষ্ট করে তপন সংসারের হাল ধরে রেখেছে। অত্র ইউনিয়নের  চেয়ারম্যান  কামরুল ইসলাম লালটু জানান  তপন কে আমি ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। সে খুব ভাল। তবে আমার পক্ষ থেকে  তপন কে যতটুকু পারি সহযোগিতার  জন্যে চেষ্টা করব।  তিনি প্রতিবন্ধি তপন সরকারের  সংসারের হাল ধরে ঘুরে দাড়ানোর  চেষ্টা কে সাধুবাদ জানান।

আপনার জেলার সংবাদ পড়তে