চাটমোহরে অর্থনৈতিক শুমারীর প্রশিক্ষণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০১:৫১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
চাটমোহরে অর্থনৈতিক শুমারীর প্রশিক্ষণ

পাবনার চাটমোহরে অর্থনৈতিক শুমারীর গণনাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ ডিসেম্বর সকালে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এসময় পরিসংখ্যান দপ্তরের কর্মকর্তা নুরে আলম,উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান,সিনিয়র শিক্ষক আবুল কালাম মোহাম্মদ নুর ই মোর্তজা,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন। রবিবার এ প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসের ১০ তারিখ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে অর্থনৈতিক শুমারী অনুষ্ঠিত হবে। চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৪৭ জন গণনাকারী ও সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে