সেনবাগে হক বেকারী এন্ড সুইটস এর উদ্বোধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০২:০১ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সেনবাগে হক বেকারী এন্ড সুইটস এর উদ্বোধন

নোয়াখালীর সেনবাগের ছমির মুন্সিরহাট বাজারে ঢাকার খ্যতিমান হক বেকারী এন্ড সুইটস এর ১৩ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।  রবিবার সকালে উপজেলার ছমির মুন্সির হাট বাজারের প্রাণ কেন্দ্রে পিতা কেটে শো-রুমের শূভ উদ্বোধন করেন হক বেকারীর প্রোপাইটার ছায়েদূল হক বাহার। এসময় উপস্থিত ছিলেন,কোম্পানীর পরিচালক মোঃ রেজাউল হক রেজু, শো-রুমের স্বত্বাধিকারি মোঃ নুর নবী খন্দকার, মোহাম্মদ উল্লাহ খন্দকারসহ আরো অনেকে। হক বেকারীতে সকল ধরণের বিস্কুট,কেক,পাউরুটি,জন্মদিনের কেট এবং সব ধরণের মিষ্ঠি পাওয়া যায়। পিতাকেটে শো-রুমের উদ্বোধনের পর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে