শ্রীমঙ্গলে বিটিইএসএ'র ৬০ তম আঞ্চলিক সভা

এফএনএস (আতাউর রহমান কাজল; শ্রীমঙ্গল, মৌলভী বাজার) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০২:১৪ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
শ্রীমঙ্গলে বিটিইএসএ'র ৬০ তম আঞ্চলিক সভা

শ্রীমঙ্গলে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের ৬০ তম আঞ্চলিক বার্ষিক সাধারন সদস্য সভা ( এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বিটিইএসএ এর বালিশিরা পশ্চিম ও উত্তরাঞ্চলের আয়োজনে শ্রীমঙ্গলে অবস্থিত বিটিইএস এর কেন্দ্রিয় কার্যালয় প্রাঙ্গনে আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।  বার্ষিক সাধারন সদস্য সভায় সভাপতিত্ব করেন বালিশিরা পশ্চিমাঞ্চলের সভাপতি মো. বদরুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রিয় কমিটির সভাপতি মো. জাকারিয়া আহমদ। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বালিশিরা উত্তরাঞ্চলের সভাপতি নীল মোহন সিংহ। প্রধান বক্তা ছিলেন বিটিইএস এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো.আমিনুর রহমান সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ সুরঞ্জিত দাশ, ইউনিট প্রতিনিধি রাজেশ দাশ, কেন্দ্রিয় সহ-সভাপতি কাওছার মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম মিয়া, শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাহবুবুর রহমান রাসেল প্রমুখ। সভায় বালিশিরা পশ্চিম ও উত্তরাঞ্চলের সকল ইউনিট প্রতিনিধিসহ এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে