সৈয়দপুরে আবর্জনায় ভরা দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৩ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
সৈয়দপুরে আবর্জনায় ভরা দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

সীমানা প্রাচীর না থাকা এবং মাসের পর মাস দেখাশোনার অভাবে অরক্ষিত হয়ে পড়েছে  সৈয়দপুর শহরের বেশ কয়েকটি শহীদ মিনার। সৈয়দপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আবর্জনায় ভরা আর অন্যান্য শহীদ মিনার সংলগ্ন ফেলা হচ্ছে নোংরা আবর্জনা। পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারটির চার পাশ দখলমুক্ত থাকলেও শহরের প্রায় শহীদ মিনারের চারপাশ দখলদারদের দখলে চলে গেছে। সরেজমিনে এমনই দৃশ্য দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছর আন্তর্জাতিক  দিবসগুলো পালনের কয়েকদিন আগে সামান্য ধোয়া-মোছা আর রং করার মাঝেই সীমাবদ্ধ থাকে শহীদ মিনারের দেখভাল কাজ। দিবসে পরিচ্ছন্ন দেখানো হলেও বছরের বাকি সময় আর কেউই খোঁজখবর রাখেন না শহীদ মিনারের। সৈয়দপুরে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠের পুরোটাই ময়লায় ভরা। সন্ধ্যার পর ওইখানে মাদকের আখরা বসে। গভীর রাতে শহীদ মিনারের পিছন পাশে নোংরা মেয়েদের নিয়ে ফুর্তি করানোর অভিযোগ অনেকের। নাম প্রকাশ না করার শর্তে হাতিখানা রাজ্জাকিয়া স্কুল সংলগ্ন অনেকে বলেন, সেখানকার শহীদ মিনারে দিনে বা রাতেরবেলা মাদকসেবীদের আড্ডা জমে এবং সেখান থেকে স্কুল কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করা হয়। এদের বিরুদ্ধে কেউ কিছু বলার সাহস পায় না। স্থানীয় শিক্ষক ও সাংস্কৃতিক কর্মী মিলন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান রক্ষার্থে এর যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন।  সৈয়দপুর পৌরসভার দায়িত্বে থাকা পৌর প্রশাসক নূর-ই-আলম সিদ্দিকী বলেন,শিগগিরই শহরের সব শহীদ মিনার দেয়াল দিয়ে ঘিরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে