শেখ পরিবারের ৩৯৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৮ মার্চ, ২০২৫, ০৪:২১ পিএম
শেখ পরিবারের ৩৯৪ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন। এসব হিসাবে জমা রয়েছে ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৮০৫ টাকা।

মঙ্গলবার (তারিখ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে এ সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র স্থানান্তর বা আত্মসাৎ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করার লক্ষ্যে এবং রাষ্ট্রীয় স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। আদালত এ যুক্তিগুলো পর্যালোচনা করে দুদকের আবেদনে সম্মতি প্রদান করেন।

এর আগে গত ১১ মার্চ একই আদালত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন, যেখানে মোট ৬৫৫ কোটি চার লাখ ৯৯ হাজার ৩১৩ টাকা জমা ছিল। এর ফলে, এখন পর্যন্ত শেখ পরিবারের মোট ১,০৪৯ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধ করা হয়েছে।

একই দিনে শেখ হাসিনা, তার ছেলে-মেয়ে, বোন এবং ভাগ্নে-ভাগ্নির নামে থাকা একাধিক সম্পত্তি জব্দের নির্দেশও দেন আদালত। জব্দকৃত সম্পত্তির মধ্যে রয়েছে:

* গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট, দলিল মূল্য ৪৩ লাখ ২৪ হাজার ৯২০ টাকা।
* ধানমন্ডিতে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ১৬ কাঠা * জমিসহ বাড়ি, দলিল মূল্য তিন কোটি ৩০ লাখ টাকা।
* গাজীপুরের কালিয়াকৈরে শেখ রেহানার ৮.৫ শতাংশ জমি, যার মূল্য
* আট লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
* সেগুনবাগিচায় শেখ রেহানার নামে থাকা ফ্ল্যাট, যার দলিল মূল্য ১৮ লাখ টাকা।
* রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে গুলশানের ছয়টি ফ্ল্যাট।

এছাড়া, শেখ হাসিনা ও তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞাও বহাল রাখা হয়েছে। এর ফলে তারা অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।

দুদকের মতে, অনুসন্ধান চলমান থাকায় এই সকল সম্পদ অবরুদ্ধ ও জব্দ করা জরুরি ছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই সম্পদ স্থানান্তর, বিক্রয় বা মালিকানা পরিবর্তন করা যাবে না।

আপনার জেলার সংবাদ পড়তে