ধর্ষণে অন্তঃসত্ত্বা : প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ মার্চ, ২০২৫, ০৩:৩৯ পিএম
ধর্ষণে অন্তঃসত্ত্বা : প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাব-৮ এর সহায়তায় ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আলী আকবর ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে জেলার বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, উপজেলার চাখার এলাকার ইলেকট্রিক মেকার আলী আকবর ফকির (৫৬) ও তার সহযোগি মাহাবুব সিকাদার স্থানীয় বাসিন্দা এক নারীকে (৩৮) বিয়ে দেওয়ার কথা বলেন। ২০২৪ সালের ৩১ অক্টোবর রাত ১০টার দিকে তারা পাত্রের সাথে দেখা করার কথা বলে ওই নারীকে উত্তর চাখার গ্রামের একটি নির্জন পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে আলী আকবর কৌশলে গামছা দিয়ে ওই নারীর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার সহযোগি মাহাবুব সিকদার লোকজনের গতিবিধি লক্ষ্য করে। পরে তারা ওই নারীকে বিষয়টি কারো কাছে না বলার জন্য বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। পরেরদিন ভোরে মাহাবুব সিকদার তার ভ্যানে করে ওই নারীকে চাখার বাজারে নামিয়ে দেয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হলে তিন মাস পর বিষয়টি পারিবারিকভাবে প্রকাশ করেন। পরবর্তীতে চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ভিকটিম নারী বাদি হয়ে আলী আকবর ফকির ও তার সহযোগি ভ্যানচালক মো. মাহাবুব সিকদারকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা নিজ এলাকা থেকে আত্মগোপন করেন। পরে তাদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর সহায়তা চাওয়া হয়। বরিশাল র‌্যাব-৮ এর সহায়তায় মামলার প্রধান আসামি আলী আকবরকে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে