বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়ধীন চৎড়সড়ঃরহম জরমযঃং ড়ভ ঃযব ঠঁষহবৎধনষব ডড়সবহ (চজঠড) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুর হক লিটু। সভাটি সঞ্চালনা করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী। উক্ত সভায় ইউপি পর্যায়ে, উপজেলা এবং জেলা পর্যায়ের লিগ্যাল এইড কমিটির কার্যক্রম তুলে ধরেন বক্তারা। এছাড়া স্বাস্থ্য পরিদর্শক, এফডব্লিউভি, ইউপি সদস্য, প্রাণিসম্পদ চিকিৎসকসহ সেক্টর ভিত্তিক সরকারি সেবা সম্পর্কে আলোচনা করা হয়। অনরূপভাবে গত ১৭ মার্চ মাগুরা ইউনিয়ন পরিষদের সভাকক্ষে একই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব গনেশ দেবনাথ।
সভায় সভাপতিরা বলেন, এই কমিটি আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালের অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা। এটি সরকার কর্তৃক গঠিত কমিটি। এই কমিটির কাজ হলো দরিদ্র অসহায় মানুষ যাদের মামলা সংক্রান্ত ব্যয় বহন করার সমর্থ্য নেই তাদের আইনী সহায়তা করা। সভাপতি আইনী সহায়তার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি আরও বলেন, নির্দিষ্ট আবেদন ফরমে জেলা লিগ্যাল কমিট বরাবর আবেদন লিখে চেয়ারম্যান সাহেবের সুপারিশ করিয়ে জেলা কমিটিতে জমা দিতে হয়। জেলা কমিটি যাচাই বাছাই পূর্বক নথিবদ্ধ করবেন এবং পেনেল উকিলের মাধ্যমে মামলার প্রক্রিয়া শুরু হয়। সভাপতি কমিটিকে কার্যকরী করার কাজে সহযোগিতা করার জন্য উইমেন জব ক্রিয়েশন সেন্টার কে ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে কমিটির পুরুষ ও মহিলা ইউপি সদস্য, সরকারী প্রতিনিধি ও নারী উন্নয়ন দলের সভানেত্রীগন বক্তব্য রাখেন।