দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৯ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মানাধীন আধুনিক খাদ্যশস্য সাইলো আজ রবিবার দুপুরে পরিদশনে আসেন খাদ্য উপদেষ্টা আ লী ইমাম মজুমদার।তিনি সড়তপথে ঢাকা থেকে রওয়ানা হয়ে বেলা সাড়ে ১১টায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পনীর রেষ্ট হাউসে সালাম গ্রহন করে বেলা সাড়ে ১২টায় আশুগঞ্জে নির্মানাধীন আধুনিক খাদ্যশস্য সাইলো পরিদর্শনে আসেন।প্রথমেই তিনি নিার্মানাধীন আধুনিক সাইলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি স্থানীয় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন,আমরা ভারতের সাথে বানিজ্য এবং রাজনৈতি বিষয় এক করে দেখছিনা ।বানিজ্যের বিষয় ্অলাদাভাবে দেখছি।দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ভারত,মায়ানমারসহ বিভিন্নদেশ থেকে চাউল আমাদানী করছি।এসব চাউল মজুদের জন্য আশুগঞ্জে একটি আধুনিক খাদ্যশস্য সাইলো নিার্মানের শেস পর্যায়ে আছে।দ্রুতগগতিতে কাজ এগিয়ে যাচ্ছে আশা করছি এটি আগামী জুনে চালু করতে পারব।এটির কাজ শেষে চালূ হলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন।এসময় তার সাথে উপপস্থিত ছিলেন,খাদ্য মন্ত্রনালয়ের মহাপরিচালক আব্দুল খালেক,উপ প্রকল্প পরিচালক রাকিবুল হাসান, প্রকল্পের কনসালটেন্ট মুসলেহ,জেলা প্রশাসক মোহাম্ম দিাদারূল আলম,পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান,সিনিয়র ইলেক্ট্রিকেল ইঞ্জিনিয়ার শাহজাহান আলী,সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেদাত আল মারসি,আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক,ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমুখ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে