দীর্ঘদিন ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। সর্বশেষ গত নভেম্বর মাসে ভারতের হয়ে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফেরার কথা থাকলেও এখনো ফিটনেস ইস্যুতে খেলা হয়নি তার। ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, শামির জন্য দরজা এখনো খোলা। এডিলেডে সিরিজের দ্বিতীয় টেস্টে দিবা-রাত্রির ম্যাচের তৃতীয় দিন ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অসিরা। যদিও পার্থে সিরিজের প্রথম টেস্টে ২৯৫ রানে জিতেছিলো ভারত। কিন্তু এই হারের পর শামির প্রয়োজনীয়তা অনুভব করছেন রোহিত, তাই হয়তো শামির খেলা বিষয়ে মুখ খুলেছেন রোহিত। গত নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে শামি। ফেব্রুয়ারিতে গোড়ালির চোটে অস্ত্রোপচার করান তিনি। চোট পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া কাটিয়ে বেশ কিছু ম্যাচ খেলেছেন তিনি। মুশতাক আলী ট্রফিতে খেললেও এখনো অস্ট্রেলিয়ায় দলের সাথে যোগ দেননি তিনি। এই পেসারকে নিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চায় ভারত। রোহিত বলেন, ‘‘ওর(শামি) জন্য দরজা খোলা রয়েছে। আমরা ওকে পর্যবেক্ষণ করছি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলার সময় ওর হাঁটু অল্প ফুলে গিয়েছিল। ওকে আমরা এমন পরিস্থিতিতে এখানে নিয়ে আসতে চাই না। ওর আরও অবস্থা খারাপ হলে সমস্যাই হবে। ওর উপর চাপ তৈরি করতে চাই না। ওকে নিয়ে আমরা সতর্ক রয়েছি। ও ১০০ শতাংশ ফিট না হলে ওকে দলের নিয়ে চাপ তৈরি করতে চাই না।’’ শামিকে নিয়ে সতর্ক থাকলেও যেকোন সময় দলে যোগ দিতে পারেন তিনি এমনটাই জানিয়েছেন, রোহিত। ভারতীয় অধিনায়ক যুক্ত করেন, ‘‘অভিজ্ঞরা সবকিছু পর্যবেক্ষণ করছে। তারা ওখানে শামির সঙ্গে রয়েছে। ওর সুবিধা-অসুবিধা সব দেখছে। শামি কেমন থাকছে তার উপর নির্ভর করবে অনেককিছু। ওরা শামির প্রতিটা ম্যাচ দেখছে। প্রত্যেকটা ২০ ওভারের ম্যাচে ৪ ওভার কেমন বল করছে ওরা, সেটার উপর নজর রাখা হচ্ছে। ওকে নিয়ে অত্যন্ত সতর্ক থাকা দরকার আমাদের। তবে এটাও বলছি, যে কোনও সময় দলে এসে ও খেলতেই পারে, সেই দরজাটা খোলাই রয়েছে।’’ বোর্ডার-গাভাস্কার ট্রফির এরইমধ্যে শেষ হয়েছে দুই টেস্ট। পাঁচ টেস্টের সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল।