ছাত্রলীগ সভাপতির বাড়িতে তল্লাশী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৮ এএম : | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম
ছাত্রলীগ সভাপতির বাড়িতে তল্লাশী

গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে থাকা জেলার গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়ার বাড়িতে ঘন্টাব্যাপী ব্যাপক তল্লাশী চালিয়েছে থানা পুলিশ। রবিবার সকালে ছাত্রলীগ নেতার ভাই সাবেক পৌর মেয়র আলাউদ্দিন ভূঁইয়া জানান, শনিবার দিবাগত মধ্যরাতে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘন্টাব্যাপী সান্টু ভূঁইয়ার বাসায় তল্লাশী চালিয়েছে। ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন, একটি মামলার পলাতক আসামি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া। অভিযোগ ছিলো, শনিবার রাতে সে (সান্টু) নিজ বাড়িতে অবস্থান করছে। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে