রবিবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এখন টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টনের উপর শৈলকূপার নতুন বাজার এলাকা থেকে হামলা করেছে দুর্বৃত্তরা বলে জানা গেছে। আহত সাংবাদিক আব্দুর রহমান মিল্টন জানান, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বিএনপির নেতা এটিএম বাবুর সাথে চা পান করছিলেন শৈলকূপা উপজেলা বিএনপির পাটি অফিসের সামনে। এসময় শৈলকূপা পৌর সভার ফাজিলুর গ্রামের সাহেব আলী সহ অজ্ঞাত ৭/৮ জনের একটি দুর্বৃত্তর দল লাটি শোটা নিয়ে আমাকে হত্যা করার জন্য হামলা চালিয়ে মারধর করে। আমার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করেছে। এব্যাপারে শৈলকূপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ জানান ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী করছি।এব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুম খান জানান সাংবাদিক মিল্টনের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে শুনে হাসপাতালে গিয়ে তার শারীরিক খোঁজ খবর নিয়েছি। ঘটনার সাথে যারা জড়িত তাদের আটকের জন্য বিভিন্ন যায়গায় অভিযান শুরু করেছে পুলিশ।