কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ২০২৪ সালে চলমান অর্থনৈতিক শুমারী বাতিল করে নতুন করে নিয়োগ প্রদানের দাুিবতে ফুলবাড়ী ইউএনও বরাবর উপজেলা প্রশাসনিক কর্মকর্তার কাছে আবেদন জমা দিয়েছে উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কমর্ীিরা। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেনের স্বাক্ষরিত আবেদন পত্রে অভিযোগ করা হয় যে, উপজেলা পরিসংখ্যান অফিস কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে তালিকাভূক্ত করে অর্থনৈতিক শুমারী ২০২৪ এর প্রশিক্ষণ চলমান রেখেছে। এ অবস্থায় আমরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকে তালিকাভূক্ত করা অর্থনৈতিক শুমারীর প্রশিক্ষণ বাতিলের করে নতুন করে অর্থনৈতিক শুমারীতে লোক নিয়োগের দাবি করছি। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বিষ্ণু চন্দ্র সেন, যুগ্ম আহবায়ক হাসানুর রহমান, সাবেক ছাত্রদলনেতা আতিকুর ইসলাম এরশাদ, ছাত্রদলনেতা আনোয়ারুল হোসেন রানা, রমজান আলী রনি, হামিদুল ইসলাম প্রমুখ।